• ল্যাবরেটরি গ্রান্ট দিতে বাকি স্কুলের তালিকা তৈরি শুরু
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারের অধীন ১০৮৪টি স্কুলের বিজ্ঞান ল্যাবরেটরি তৈরি এবং সংস্কারের জন্য ২৩ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে রাজ্য শিক্ষাদপ্তর। সেই স্কুলগুলির তালিকাও প্রকাশ করা হয়েছিল। এবার বাকি স্কুলগুলির তালিকা তৈরিও শুরু হল ডিআই স্তরে। যেসব স্কুল এই তালিকায় নেই অথচ তাদের ল্যাবরেটরির প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলির নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। মনে করা হচ্ছে, পরের ধাপে সেই স্কুলগুলিও টাকা পাবে। প্রসঙ্গত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং ভূগোলের ল্যাবরেটরির জন্য টাকা দিচ্ছে সরকার। সর্বনিম্ন ৬০ হাজার এবং সর্বোচ্চ দু’লক্ষ ৬০ হাজার টাকা পাচ্ছে স্কুলগুলি।
  • Link to this news (বর্তমান)