• কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে সতর্কবার্তা
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি দুর্বল হয়ে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ হয়ে  রাজস্থানের উপর সরে গিয়েছে। কিন্তু মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি হবে। আজ মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তারপরও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওই এলাকায়।  উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির পাহাড়ি এলাকায়, নদীগুলিতে জলস্ফীতি ও নিচু এলাকা জলমগ্ন হওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বজ্রপাতসহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আজ দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের শহরগুলির নিচু এলাকা জলমগ্ন হতে পারে। 

    আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজস্থানে নিম্নচাপটি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে ফের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টির প্রবণতা রয়েছে। জানিয়েছেন আবহাওয়াবিদরা। 
  • Link to this news (বর্তমান)