• কলকাতা মেট্রোয় এবার বসছে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ৪০ বছর পর দেশের প্রথম মেট্রো রেলের থার্ড লাইনের আমূল সংস্কার শুরু হতে চলেছে। এই থার্ড রেলের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে মেট্রো চলাচল করে। এবার পুরনো থার্ড রেল তুলে বিদ্যুতের সুপরিবাহী অ্যালুমিনিয়ামের লাইন বসতে চলেছে। জার্মানি থেকে বিশেষ প্রযুক্তির এই লাইন আসছে। সম্প্রতি জলপথে সেই থার্ড লাইনের কিছু অংশ কলকাতায় এসে পৌঁছেছে। গিরিশ পার্ক ও ময়দান স্টেশনের ওয়াই সাইডিংয়ে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসানোর যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে।

    যাত্রীবাহী লাইনের পাশ দিয়ে চলে গিয়েছে ওই ওয়াই সাইডিং। কোনও কারণে মেট্রো গড়বড় করলে মূল লাইন থেকে সরিয়ে তাকে এই পাশের লাইনে তুলে আনা হয়। সূত্রের দাবি, গোটা পথে নতুন থার্ড লাইন বসাতে দুই থেকে তিন বছর সময় লাগবে। 
  • Link to this news (বর্তমান)