• ৩এ বাসস্ট্যান্ড যেন ভাঁড়ের ভাগাড়, ভর্তি আগাছায়, সন্ধ্যা হতেই যাত্রী প্রতীক্ষালয়ে মদ, গাঁজার আসর
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক রুটের সরকারি বাসের স্ট্যান্ড। হাওড়াগামী এসি ও নন এসি বাসও ছাড়ে ঠাকুরপুকুরের ৩এ বাসস্ট্যান্ড থেকে। জোকা, ঠাকুরপুকুর সংলগ্ন এলাকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডটি। তবে সেই এলাকার বর্তমান অবস্থা একেবারেই বেহাল। যাত্রী প্রতীক্ষালয় নোংরা, আবর্জনায় ভর্তি। এছাড়া বাসস্ট্যান্ডের কাছেই রয়েছে তিনটি চায়ের স্টল। রোজ রাতে সেই স্টলগুলিতে ব্যবহৃত সব ভাঁড় ওই বাসস্ট্যান্ডেই ফেলে দিচ্ছেন স্টলের ব্যবসায়ীরা। ফলস্বরূপ বাসস্ট্যান্ড এখন ভাঁড়ের ভাগাড়ে পরিণত হয়েছে। 

    স্থানীয় বাসিন্দাদের কথায়, দীর্ঘদিন ধরেই বাসস্ট্যান্ডে চায়ের ভাঁড় ফেলা হয়। স্তূপাকার হয়ে গেলে পুরসভার লোক এসে সেগুলি তুলে নিয়ে যায়। কিন্তু নোংরা ভাঁড় পড়ে থাকায় এলাকাটি ডেঙ্গুর মশা জন্মানোর আদর্শ জায়গা হিসেবে তৈরি হচ্ছে। ৩এ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গিয়েছে, যাত্রী প্রতীক্ষালয়ের সামনে পড়ে রয়েছে প্রচুর ব্যবহৃত ভাঁ‌ড়। বৃষ্টির জেরে সেখানে জমছে জল। কলকাতা পুরসভার সতর্কবার্তা, বর্ষার জল কোথাও যেন জমতে না পারে। তবে খাস কলকাতায় ডায়মন্ডহারবার রোডের উপরেই নজরদারির অভাব রয়েছে। 

    নোংরা, আবর্জনা পড়ে থাকার জেরে যাত্রী প্রতীক্ষালয়ে কেউ বসেন না। এক মহিলা যাত্রী শ্যামলী জানা বলেন, রোজ সকালে বাসে চেপে হাওড়ায় কাজে যেতে হয়। অনেক সময় বাস থাকে না। কিন্তু, যাত্রী প্রতীক্ষালয়ে বসে অপেক্ষাও করা যায় না। বসার আসনে পড়ে থাকে গাঁজার কলকে, মদের গ্লাস, বোতল ইত্যাদি। সন্ধ্যা থেকেই মদ, গাঁজার আসর বসে। স্থানীয় অটোচালকদের অভিযোগ, যাত্রী প্রতীক্ষালয়ের পাশে প্রস্রাবের গন্ধে টেকা দায়। রাতে নেশাগ্রস্তরা বাসস্ট্যান্ডের পাশেই প্রস্রাব করেন। তবে কলকাতা পুলিসের দাবি, ওই এলাকায় নেশার আসর বসার কোনও অভিযোগ এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। নাইট পেট্রলিং টিমকে বাড়তি নজরদারির জন্য নির্দেশ দেওয়া হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)