• পাঠানখালি কলেজের মিউজিয়ামের সংগ্রহে হ্যামিল্টন সাহেবের ১ টাকার নোট, ২৭ লৌকিক দেবতার মূর্তি
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাদাবন বেষ্টিত ব-দ্বীপের ইতিহাস, সংস্কৃতি প্রভৃতি নিয়ে প্রচুর গবেষণা হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। এবার তাঁদের কাজ কিছুটা সহজ হতে চলেছে। কারণ গোসাবার পাঠানখালিতে সুন্দরবন হাজি দেশারত কলেজে গড়ে উঠেছে যেন এক টুকরো সুন্দরবন। সেখানে চালু করা হয়েছে একটি মিউজিয়াম। তাতে সুন্দরবন সংক্রান্ত ইতিহাসের যাবতীয় খুঁটিনাটি বিষয় প্রদর্শিত করা রয়েছে। এই সব নিদর্শন শুধু সাধারণ মানুষকেই নয়, গবেষকদেরও আকৃষ্ট করবে। ১৯৩৪ সালে সমবায় আন্দোলনের সময় গোসাবায় স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের প্রচলন করা এক টাকার ব্যাঙ্ক নোটের প্রত্যায়িত কপি থেকে শুরু করে সুন্দরবনাঞ্চলে পূজিত ২৭ লৌকিক দেবদেবীর মূর্তি—কী নেই মিউজিয়ামে। বর্তমানে এই মিউজিয়ামে ৩৭ রকমের নিদর্শন রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, বনবিবি, দক্ষিণরায়, আটেশ্বর, কালুরায়, মানিকপীর, সাতবিবি, মাকালঠাকুর, নারায়ণী, শীতলা, মনসার মূর্তি। সব‌ই প্রায় ১২ ইঞ্চি মাপের। সুন্দরবন সংক্রান্ত ডাকটিকিটের একটি সংগ্ৰহ রয়েছে। সুন্দরবনের প্রেক্ষাপটে শক্তিপদ রাজগুরুর লেখা কাহিনি অবলম্বনে শক্তি সামন্তের পরিচালনায় উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র ‘অমানুষ’ ছবিটির বিজ্ঞাপনের পোস্টার ও ‘জল-জঙ্গল’ চলচ্চিত্রের বুকলেটও প্রদর্শিত রয়েছে। সুন্দরবনের বিভিন্ন প্রত্নস্থল থেকে প্রাপ্ত নিদর্শন, যার মধ্যে কুষাণ যুগের মৃৎপাত্র, প্রাচীন টেরাকোটা মাতৃকা মূর্তি, ঝুড়িছাপ পাত্র, প্রাচীন কড়ি প্রভৃতিও আছে। সঙ্গে রয়েছে সুন্দরবনের কিছু খেলনা ও একাধিক মানচিত্র।

    আগামী দিনে আরও ৪০টি দ্রষ্টব্য এই মিউজিয়ামে আসতে চলেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে পাল ও সেন যুগের ইট ও মুদ্রা রয়েছে। আনা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালের ইটও। প্রাগৈতিহাসিক সময়ের কিছু পুঁথিও এই সংগ্রহশালা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণার জন্য এই নিদর্শনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কলেজের গ্রন্থাগারিক সুকুমার মণ্ডল। মূলত তাঁর উদ্যোগেই কলেজে এই সংগ্রহশালা গড়ে উঠেছে। তিনি বলেন, ‘কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬১  সালে। প্রাচীনতম হওয়ায় অনেকেই সুন্দরবন নিয়ে গবেষণা করতে এই কলেজে আসতেন। কিন্তু যথোপযুক্তভাবে তথ্য সংরক্ষিত না থাকার কারণে তাঁদের ফিরে যেতে হতো। তাই মিউজিয়াম চালু করার উদ্যোগ নেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষও এ বিষয়ে উৎসাহ প্রদান করে।’ বিশিষ্ট সংগ্ৰাহক উজ্জ্বল সর্দার একাধিক প্রত্নবস্তু, সুন্দরবন বিষয়ক উপাদান ও তথ্য  দান করেন এই সংগ্ৰহশালা গড়ে তোলার জন্য।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)