• মগরায় জলবন্দি দু’টি পাড়া, ত্রাণশিবির খুলল পঞ্চায়েত
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির মগরা-১ পঞ্চায়েতের হেদিয়াপোতার দু’টি পাড়া জমা জলের জেরে গৃহবন্দি। গত কয়েকদিনের বৃষ্টির সঙ্গে স্থানীয় রোশনি খালের জল উপচে গিয়ে ওই এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কবরস্থান পাড়া ও জেলের বিল পাড়া জলবন্দি। প্রশাসনের কর্তারা ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন। গবাদি পশুদের উদ্ধার করার সঙ্গে এলাকায় ত্রাণশিবির চালু করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় কুন্তী নদীতে আচমকা ভাঙন শুরু হয়েছে। পাড়ের মাটি ধসে যাওয়ার জেরে স্থানীয় একাধিক পরিবার বিপন্ন হয়ে পড়েছে। মগরা-১ পঞ্চায়েত কর্তারা জানিয়েছেন, দ্রুত ওই পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা করা হয়েছে। মগরা-১ পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক বলেন, হেদিয়াপোতা প্রাইমারি স্কুলে ত্রাণশিবির করা হয়েছে। রোশনি খালের জল না নামলে বিকল্প কোনও ব্যবস্থা করা যাবে না। তবে খুব অল্প হলেও খালের জল নামতে শুরু করেছে।

    এদিকে, হুগলির পাণ্ডুয়া ও চন্দননগরের জমা জল সরে যাওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। পাণ্ডুয়াতে বেহুলা নদীর জল উপচে গিয়ে একাধিক গ্রাম বিপন্ন হয়ে পড়েছিল। অন্যদিকে, চন্দননগরে বৃষ্টির দাপট ও স্থানীয় কিছু পুকুরের জল উপচে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছিল।
  • Link to this news (বর্তমান)