• দোকানে চুরি করতে এসে ডিম ভেজে বিক্রি, নিজেও খেল চোর
    এই সময় | ০৬ আগস্ট ২০২৪
  • এই সময়, বোলপুর: আজব চুরি বোলপুরে! বোলপুর বাসস্ট্যান্ড লাগোয়া নেতাজি মার্কেটের সামনে দোকান কৃষ্ণগোপাল দাস ওরফে কেষ্টর। দু’দিন আগেই সেখানে চুরি হয়। তা দেখে তিনি দোকান থেকে প্রায় সব কিছুই সরিয়ে নেন। কিন্তু ফের তাঁর দোকানে হানা দেয় চোর। কিছু না পেয়ে ডিম ভেজে বিক্রি করে, নিজেও সাবাড় করে সে। সিসিটিভি ক্যামেরায় সে দৃশ্য দেখে অবাক সকলেই। ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ।ওই এলাকায় গত পাঁচ বছর ধরে চা-ডিম টোস্ট বিক্রি করেন কৃষ্ণগোপাল দাস ওরফে কেষ্ট। অভিযোগ, শুক্রবার গভীর রাতে তালা ভেঙে ২০ প্যাকেট সিগারেট, ৮ প্যাকেট বিস্কুট, ক্যাশ বাক্সে রাখা সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে যায় চোর। নিয়ম মতো পুলিশকে জানান দোকানের মালিক।

    সাবধানতা অবলম্বন করতে রবিবার দোকান বন্ধ করে ফেরার সময়ে কিছু কাঁচা মাল রেখে বাকি সব কিছু বাড়ি নিয়ে চলে যান তিনি। গভীর রাতে ফের চোর হানা দেয় তাঁর দোকানে। চোরবাবাজি দোকানের দরজা ভেঙে দেখে সব ফাঁকা। তাতেই খেপে যায় সে। দোকানে ছিল স্রেফ ২০ পিস ডিম আর পাউরুটি। আগুন নেই, স্টোভ নেই, উনুন নেই তো কী হয়েছে? কিছু না পেয়ে ‘জুগাড়’ করতে ব্যস্ত হয়ে পড়ে চোর।

    দোকানে বেশি কিছু ডিমের ক্রেট ছিল। তা ডাঁই করে আগুন ধরায় সে। এর পরে সেই আগুনে চাপিয়ে দেয় দোকানে রাখা কড়াই। দোকানের তাক থেকে গ্লাস বের করে তাতে ডিম ফাটিয়ে ডিম ভাজতে শুরু করে সে। এর পরে দোকানে বসেই সে দিব্যি ডিমভাজা সাবাড় করে। সেই সময়ে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।

    রাত ১২.৩০ নাগাদ দোকান খোলা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ডিমভাজা খেতে চান তিনি। চোরবাবাজি নিজেই ততক্ষণে দোকানদার সেজে বসেছে। অর্ডার পেয়েই আরও কয়েকটা ডিমের ক্রেট পুড়িয়ে ডিম ভেজে দেয় সে। গাড়িচালক মাঝরাতে গরম গরম ডিমভাজা পেয়ে বেশ খুশি হতেই তাঁর সঙ্গে গল্প জুড়ে দেয় ‘দোকানদার’ সেজে বসা চোর।

    গাড়িচালক একবার জিজ্ঞেসও করেন, এত রাতে দোকান খোলা কেন? তাতে চোর বলে, ‘আমার চাচার দোকান। এখন নেই, তাই...’। তার পরে দিব্যি ডিম ভাজার দাম নিয়ে পকেটে পুরে ফেলে সে। গ্রাহক চলে যেতে নিজেও বাকি ডিম ভাজা খেয়ে এলাকা ছাড়ে চোর। আজব এই চুরির ঘটনা এলাকায় বেশ চর্চায়। তদন্তে নেমেছে পুলিশ।

    দোকানের মালিক কেষ্ট বলেন, ‘প্রথম দিন অনেক কিছু চুরি গেল। একদিন পরে আবার চুরি। এ বার চুরি করতে এসে ডিম ভেজে খেল। বিক্রি করল।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (এই সময়)