• বিধানসভায় বিল পাশ হল,‌ শিলিগুড়িতে দেশের প্রথম ফ্যাশন বিশ্ববিদ্যালয় ...
    আজকাল | ০৬ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যেদিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে সর্বসম্মতি, এবং সব পক্ষের সৌজন্যের নজির দেখা গেল, সেদিনই বিধানসভায় পাশ হল একটি ইউনিভার্সিটির বিল। আর সেটি হবে সেই উত্তরবঙ্গেই। শিলিগুড়িতে তৈরি হবে স্কিল-নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি। আর এই বিশ্ববিদ্যালয় তৈরি করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীকে বিধানসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। 

    উত্তরবঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপ যে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করছে, সেখানে নানান বিষয়ের সঙ্গেই পড়ুয়ারা ফ্যাশন ডিজাইনের পাঠ নিতে পারবে। পড়ুয়ারা হাতে-কলমে পাঠ নিতে পারবেন। ফলে, এটাই হবে দেশের প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর অন্তত ১০ হাজার পড়ুয়ারা পাশ করতে পারবেন বলে জানা গিয়েছে। এবছর কিংবা আগামী বছরের মধ্যেই চালু হয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়, তেমনটাই জানিয়েছেন খোদ সত্যম রায়চৌধুরী। 

    এদিন সত্যম রায়চৌধুরী জানান, ‘এতদিন উত্তরবঙ্গে বেসরকারি কোনও বিশ্ববিদ্যালয় হয়নি। রাজ্যে ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এটা নিয়ে ১২টি হল। উত্তরবঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের ১২টি ক্যাম্পাস রয়েছে ইতিমধ্যে। তবে বিশ্ববিদ্যালয় ছিল না। এবার আমি শিলিগুড়িতে ইউনিভার্সিটির জন্য আবেদন জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী আবেদন মঞ্জুর করেছেন। বলেছেন স্কিল অ্যান্ড নলেজ ইউনিভার্সিটির-এর সঙ্গে ফ্যাশনও যুক্ত করতে। আমি সঙ্গে সঙ্গেই ফ্যাশন যুক্ত করেছি। শুধু রাজ্য নয়, এটাই হবে দেশের প্রথম বেসরকারি ফ্যশন ইউনিভার্সিটি। এখানে পড়ুয়ারা স্কিলের উপর নানা ধরনের পাঠ নিতে পারবে। মুখ্যমন্ত্রী খুব খুশি হয়েছেন। বলেছেন ভাল করে করতে হবে এই কাজ।‘ নতুন বিশ্ববিদ্যালয়ের পথচলায় যাঁরা সঙ্গে থেকেছেন, কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন, বিশেষ দিনে তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গেই তিনি বলেন, 'সমগ্র বিষয়টিতে আমার পাশে থেকেছেন আজকাল-এর সম্পাদক অশোক দাশগুপ্ত।'

    দেবদূত রায়চৌধুরীর গলাতেও এদিন নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্ছ্বাস। এদিন তিনি বলেন, ‘কলকাতা শহরে সবথেকে ফ্যাশনেবল ইউনিভার্সিটি এসএনইউ। নতুন বিশ্ববিদ্যালয় আমাদের মুকুটে নতুন পালক। আমরা এভাবেই এগিয়ে যাব।‘
  • Link to this news (আজকাল)