বিধানসভায় বিল পাশ হল, শিলিগুড়িতে দেশের প্রথম ফ্যাশন বিশ্ববিদ্যালয় ...
আজকাল | ০৬ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: যেদিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে সর্বসম্মতি, এবং সব পক্ষের সৌজন্যের নজির দেখা গেল, সেদিনই বিধানসভায় পাশ হল একটি ইউনিভার্সিটির বিল। আর সেটি হবে সেই উত্তরবঙ্গেই। শিলিগুড়িতে তৈরি হবে স্কিল-নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি। আর এই বিশ্ববিদ্যালয় তৈরি করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীকে বিধানসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন।
দেবদূত রায়চৌধুরীর গলাতেও এদিন নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্ছ্বাস। এদিন তিনি বলেন, ‘কলকাতা শহরে সবথেকে ফ্যাশনেবল ইউনিভার্সিটি এসএনইউ। নতুন বিশ্ববিদ্যালয় আমাদের মুকুটে নতুন পালক। আমরা এভাবেই এগিয়ে যাব।‘