• মাথায় হাত মধ্যবিত্তের, লাফিয়ে বাড়ল সোনার দাম, জেনে নিন আজ কলকাতার স্বর্ণমূল্য কত...
    আজকাল | ০৬ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সকালে নিয়ম করে গৃহস্থের নজর থাকে সোনার দামের দিকে। সোনার দাম বাড়ল না কমল? তা দেখেই অনেকেই ঠিক করেন সঞ্চয় দিয়ে এদিনই গয়না গড়িয়ে নেবেন কিনা। সপ্তাহের শুরুর দিনে শেয়ারবাজারে ধস নামায় কিছুটা কমেছিল সোনার দাম। তবে, বাজারদর বলছে বেশ কিছু জায়গায় সোমবারের তুলনায় মঙ্গলবার বাড়ল সোনার দাম। যদিও খাস কলকাতায় স্বর্ণমূল্য অপরিবর্তিত। সোমবার যা ছিল সোনার দাম, মঙ্গলবারেও রইল তাই।

    মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৬৯ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৫৭ টাকা।
  • Link to this news (আজকাল)