• মাথায় হাত মধ্যবিত্তের, লাফিয়ে বাড়ল সোনার দাম, জেনে নিন আজ কলকাতার স্বর্ণমূল্য কত...
    আজকাল | ০৬ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সকালে নিয়ম করে গৃহস্থের নজর থাকে সোনার দামের দিকে। সোনার দাম বাড়ল না কমল? তা দেখেই অনেকেই ঠিক করেন সঞ্চয় দিয়ে এদিনই গয়না গড়িয়ে নেবেন কিনা। সপ্তাহের শুরুর দিনে শেয়ারবাজারে ধস নামায় কিছুটা কমেছিল সোনার দাম। তবে, বাজারদর বলছে বেশ কিছু জায়গায় সোমবারের তুলনায় মঙ্গলবার বাড়ল সোনার দাম। যদিও খাস কলকাতায় স্বর্ণমূল্য অপরিবর্তিত। সোমবার যা ছিল সোনার দাম, মঙ্গলবারেও রইল তাই।

     মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৬৯ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৫৭ টাকা। 

    মঙ্গলবার মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৬৯ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৫৭ টাকা।

    চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৭১ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৫৯ টাকা।

    মঙ্গলবার দিল্লিতে ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৮৪টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৭২ টাকা।

    মঙ্গলবার বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৬৯ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৫৭ টাকা।

    মঙ্গলবার হায়দরাবাদে ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৬৯ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৫৭ টাকা।

    মঙ্গলবার লখনউ, গুরুগ্রাম, পুনে, নাগপুরে ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৮৪ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৭২ টাকা।

    আহমেদাবাদে ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৭৪ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৬২ টাকা।

    মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,৪৬৯ টাকা। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,০৫৭ টাকা।
  • Link to this news (আজকাল)