• বাংলাদেশে আটকে বহু ভারতীয় লরি চালক, ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে আলোচনা বিএসএফের
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: ওপারে এখনও আটকে রয়েছেন প্রায় ৪০ জন লরি চালক। তাঁদের ফিরিয়ে আনতে বিজিবি'র সঙ্গে আলোচনা চালাচ্ছে বিএসএফ, শুল্ক দপ্তর, রাজ্য পুলিস এবং রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিরা। আজ, মঙ্গলবার সকাল থেকেই মালদহ জেলার একমাত্র স্থল বন্দর মহদিপুরে কয়েকশো লরি চালকের ভিড় দেখা যায়। কেন্দ্রীয় শুল্ক দপ্তরের উপ-অধিকর্তা দেশদুলাল চট্টোপাধ্যায় বলেন, ওপারের চাঁপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদ বন্দরে এখনও আটকে রয়েছেন ৪০ জন ভারতীয় লরি চালক। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য আলোচনার মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও প্রচুর লরি সেদেশে আটকে রয়েছে। সেই লরিগুলিকেও ফিরিয়ে আনার জন্য আলোচনা চালানো হচ্ছে। এদিকে গতকাল অর্থাৎ সোমবার বিকেলে ৯১ জন এবং রাতে ১১২ জন লরি চালক ও সহকারী ওপারে লরি রেখেই পায়ে হেঁটে ভারতে ফিরে আসেন। এখন তাঁরা তাঁদের লরিগুলি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ যেতে চেয়ে বিএসএফের কাছে আবেদন জানাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)