• বাংলাদেশের প্রভাব পড়তে পারে রাজ্যে, শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লি গেলেন শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ০৬ আগস্ট ২০২৪
  • গণঅভ্যুত্থানের বাংলাদেশজুড়ে চূড়ান্ত অরাজকতার জেরে সীমান্তে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। দিল্লিতে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে হঠাৎ দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


    পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু

    মঙ্গলবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে দিল্লি যান শুভেন্দুবাবু। কিন্তু তাঁর দিল্লি সফর নিয়ে মুখ খোলেননি তিনি। কিছু জানায়নি বিজেপিও। তবে দিল্লিতে অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর দিল্লি যাত্রা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন বিরোধী দলনেতা। সেব্যাপারে শাহকে বিস্তারে জানাতেই তিনি দিল্লি গিয়েছেন বলে অনেকের ধারণা।

    সোমবার হাসিনার ঢাকা ছাড়ার খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দুবাবু। বাংলাদেশে হাসিনা সরকারের পতন হলে পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের ঢল নামবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গের হিন্দুদের সেই শরণার্থীদের জায়গা দিতে অনুরোধ করেন তিনি।


    সোমবার শুভেন্দুবাবু বলেন, ‘তৈরি থাকুন। ১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর হারাধন নায়েক তাঁকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে ১৩ জন পুলিশকর্মী থানার মধ্যে খুন হয়েছেন। তার মধ্যে ৯ জন হিন্দু। নোয়াখালিতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে বলব, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। কারণ CAAএ উল্লেখ রয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ নেবে। এই পরিস্থিতি যদি ৩ দিনের মধ্যে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জামাতের মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। ১ কোটির বেশি হিন্দু শরণার্থীকে নোওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি রয়েছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসাবে সেখানে রাখার জন্য।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)