• ধান রোয়ার মাঝেই বিপত্তি, পান্ডুয়ায় বাজ পড়ে মৃত্যু খেত মজুরের ...
    আজকাল | ০৭ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষি শ্রমিকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত বিলছড়া তামলের পার মাঠে। মৃতের নাম সুকুমার ক্ষেত্রপাল(৪৫)।

    চোখের সামনে এই ঘটনা দেখে অসুস্থ হয়ে পড়েন জমিতে কর্মরত আরও একজন খেত মজুর। তাঁকে ভর্তি করা হয়েছে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে। এদিন দুপুরে পান্ডুয়ার হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের বিলছড়া তামলের পার মাঠে ধান রোয়ার কাজ করছিলেন জনা দশেক কৃষি শ্রমিক। তখনই ঘটে বিপত্তি।

    হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। আচমকাই শুরু হয়ে যায় ভারি বৃষ্টি, সঙ্গে চলতে থাকে ঘন ঘন বজ্রপাত। বৃষ্টির মধ্যেই ওদিকে চলতে থাকে ধান রোয়ার কাজ। তখনই হঠাৎ বজ্রাঘাতে আহত হন সুকুমার। তাঁকে মাঠ থেকে তুলে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে তাঁর। ঘটনা দেখে অজ্ঞান হয়ে যান কোটি ক্ষেত্রপাল নামে এক মহিলা।তিনিও ধান রোয়ার কাজ করছিলেন। তাঁকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)