• ‌অচেনা কাউকে দেখলে খবর দিন, বাংলাদেশ সীমান্তে বাসিন্দাদের জানালো বিএসএফ ...
    আজকাল | ০৭ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সতর্ক থাকুন। বাংলাদেশ থেকে কাউকে ঢুকতে দেখলেই খবর দেবেন। অশান্ত বাংলাদেশ নিয়ে সীমান্ত এলাকায় বাসিন্দাদের সতর্ক করল বিএসএফ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদার উত্তরপাড়া এবং মুস্তাফাপুরে সীমান্তের গাঁ ঘেঁষে থাকা গ্রামের বাসিন্দাদের সঙ্গে এক বৈঠকে এই আর্জি জানান বিএসএফ–এর আধিকারিকরা। 

    এবিষয়ে দক্ষিণবঙ্গ বিএসএফ–এর তরফে জানানো হয়েছে, এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাসিন্দাদের কাছে ব্যাখ্যা করা হয়েছে। সেইসঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর তরফে বাসিন্দাদের কাছে আর্জি জানানো হয়েছে যেন তাঁরা অনুপ্রবেশ বা চোরাচালান নিয়ে সতর্ক থেকে বিএসএফকে সহযোগিতা করেন। 

    প্রতিবেশী রাষ্ট্রে এই মুহূর্তে চলছে টালমাটাল অবস্থা। খুন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পরিস্থিতি বিবেচনা করে সোমবার থেকেই বাংলাদেশ সীমান্তে হাই–অ্যালার্ট জারি করেছে বিএসএফ। বিএসএফ–এর আশঙ্কা, উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে বাড়তে পারে অনুপ্রবেশ ও চোরাচালান। সেকারণেই প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি ব্যাখ্যা করে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল সীমান্তরক্ষী বাহিনী। 

    এর পাশাপাশি বিএসএফ সীমান্ত এলাকায় যে দোকানগুলি আছে সেগুলি রাত ন’‌টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বাসিন্দাদের জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় যত্রতত্র ঘুরে না বেড়াতে।
  • Link to this news (আজকাল)