এবার অন্য ‘কোটা’ আন্দোলনের আঁচ বাংলায়, বিতর্ক মুর্শিদাবাদে...
আজকাল | ০৭ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল বাংলাদেশ। আর এবার অন্য এক কোটা ঘিরে বিতর্ক তৈরি হল মুর্শিদাবাদে। গৃহ নির্মাণ প্রকল্পে'র ‘কোটা’ দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ। অভিযোগ, মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশিরভাগ সদস্যকে অন্ধকারে রেখে সদস্যদের জন্য গৃহ নির্মাণের কোটা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, ৭৮ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে বিরোধী দলের সদস্যদের জন্য এই প্রকল্পে কোনও কোটা বরাদ্দ করা হয়নি বলেও অভিযোগ। কোটা বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে সমাজ মাধ্যমে সরব হয়েছেন তৃণমূল জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাধিপতি শাহনাজ বেগম।।