• রাহুলের বিরুদ্ধে কর্মবিরতি উঠল
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে স্বস্তি পেলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সোমবার ফেডারেশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবি রাহুল পরিচালনা করতে পারবেন। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইন্ডাস্ট্রির পরিচালক-টেকনিশিয়ান জট কাটে। বুধবার থেকে স্বাভাবিক ছন্দে ফেরে টলিউড। তবে রাহুল ইস্যুতে ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। অবশেষে সোমবার তারা স্পষ্ট জানাল, রাহুলের উপর থেকে যাবতীয় শাস্তি তুলে নেওয়া হচ্ছে। এদিন সন্ধ্যায় শহরের এক প্রযোজনা সংস্থায় বৈঠক করেন পরিচালকরা। তারপর টেকনিশিয়ান স্টুডিওতে এসে পৌঁছন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। সূত্রের খবর, আজ, মঙ্গলবার থেকে রাহুল পরিচালিত ছবির শ্যুটিং শুরু হবে। উল্লেখ্য, বাংলাদেশের একটি ওয়েব সিরিজের কাজের কথা গোপন করার অভিযোগ উঠেছিল রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। 
  • Link to this news (বর্তমান)