অয়ন ঘোষাল: গেমিং অ্যাপে প্রতারণা? বিদেশে টাকা পাচার? শহরে ফের ইডি-র অভিযান। কালিকাপুরে এক আইনজীবীর বিরুদ্ধে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘক্ষণ করে চলল তল্লাশি।
ইডি সূত্রে খবর, অ্যাপটির নাম ‘ফাই উই'। অনলাইন এই গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা শিকার হয়েছেন মূলত ভারতীয়রাই। কয়েকশো কোটি টাকা পাচার হয়ে গিয়েছে বিদেশে। কীভাবে? অনলাইনে গেম খেলার জন্য প্রথমে ন্যূনতম টাকা বিনিয়োগ করতে বলা হত। জিতলে মিলত পুরস্কারও। যাঁরা অ্যাপটি ব্যবহার করতেন, তাঁদের গেম খেলার জন্য বিনিয়োগ করতে হত প্রতিবারই। এরপর বিনিয়োগের পরিমাণ যখন লক্ষাধিক টাকায় পৌঁছে যেত, তখন পুরস্কারের টাকা তুলতে গেলেই ব্লক দেওয়া হত। হাতিয়ে নেওয়া হয় বিনিয়োগ করা টাকাও!
উত্তর কলকাতায় কাশীপুর থানার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আজ, মঙ্গলবার কালিকাপুরের এক অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাটে অভিযান চালান ইডি-র ৬ আধিকারিকরা।