• রাস্তার ধুলোয় গড়াগড়ি খাচ্ছে বহু রুপোর বল, সাতসকালে কুড়িয়ে নিতে হুড়োহুড়ি
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ডোমকল: সাক্ষাৎ যেন ‘সিলভার রাশ’! সাতসকালে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রুপোর বল। দু’-দশটা নয়, একবারে শ’য়ে শ’য়ে পড়ে রয়েছে রুপোর বল। পিচ উঠে যাওয়া ধুলোবালির রাস্তায় হুমড়ি খেয়ে আঁতিপাঁতি করে তা সংগ্রহ করে চলেছেন গাঁয়ের লোকজন। সাইকেল, মোটর সাইকেল থেকে নেমে রাস্তায় হুমড়ি খেয়ে রুপোর বল খুঁজতে ততক্ষণে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কেউ দু’টো-পাঁচটা, কেউ আবার হাতড়ে হাতড়ে ততক্ষণে লুঙ্গির গিঁটে, শাড়ির আঁচলে সংগ্রহ করেছেন অন্তত বিশ-তিরিশটি রুপোর বল। মঙ্গলবার সকালে এমনই ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল জলঙ্গির সীমান্তের ঘোষপাড়ায়। খবর পেয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জলঙ্গি থানার পুলিস।

    মঙ্গলবার সকালে জলঙ্গির ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঘোষপাড়া গ্রামের রাস্তায় হঠাৎ চোখে পড়ে কিছু চকচকে ছোটো ছোটো বলের মতো জিনিস। প্রথমে দু’-একজন পথচলতি মানুষ সেগুলি হাতে নিয়ে দেখতে থাকেন। হাতে নিয়ে মালুম পড়তেই জানাজানি হয়ে যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বলগুলি আদতে বহু মূল্যের রুপোর বল। এরপরেই লোকমুখে ছড়িয়ে পড়ে রুপোর বল পড়ে আছে রাস্তায়। কিছুক্ষণের মধ্যেই গ্রামের রাস্তায় প্রচুর গ্রামবাসী জমায়েত হয়ে তা কুড়োতে শুরু করেন। পুলিস আসার আগেই পাড়ার কচিকাঁচা, মহিলা, এমনকী বৃদ্ধরাও হুমড়ি খেয়ে রুপো কুড়োতে শুরু করেন। কাকভোরেই রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায় ঘোষপাড়ায়। শেষে খবর পেয়ে এলাকায় পৌঁছয় জলঙ্গি থানার পুলিস। পুলিস গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। নমুনা হিসেবে কিছু বল সংগ্রহ করে থানায় নিয়ে আসা হয়।

    এর আগেও বেশ কয়েকবার জলঙ্গি সীমান্তে চাষের জমিতে এভাবেই রুপোর বল পড়ে থাকতে দেখা গিয়েছিল। জানা গিয়েছে ,ওপার বাংলায় রুপোর দাম চড়া হওয়ায় এদেশ থেকে চোরাপথে তা পাচারের চেষ্টা করে পাচারকারীরা। কখনও তারা সফল হলেও মাঝেমধ্যেই বিএসএফের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে জমিতেই রুপোর বল ফেলে দিয়ে চম্পট দেয়। পরবর্তীতে সেই চাষের জমিতে চাষ করতে গিয়ে রুপো কুড়িয়ে পান চাষিরা। মাস দেড়েক আগে জলঙ্গিরই এক সীমান্তে চাষের জমিতে চাষের সময় ট্রাক্টরের ফলায় মাটি ঝুরঝুরে হতেই মাটির সঙ্গে রুপো পড়ে থাকতে দেখা যায়। সেই ঘটনা জানাজানি হতেই আশপাশের প্রচুর লোক ওই জমিতে ভিড় করে রুপো কুড়িয়ে ঘরে আনেন। পরবর্তীতে জানা যায়, পাচারের সময় বিএসএফের তাড়ায় প্রাণভয়ে পালাতে গিয়ে চাষের জমিতে রুপোর বলগুলি ফেলে গিয়েছিল পাচারকারী। জলঙ্গির ঘোষপাড়াতেও এইরকমই ঘটনা ঘটে থাকতে পারেই বলে মনে করা হচ্ছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই রুপোর দাবিদার হিসেবে কেউ এগিয়ে আসেননি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)