সংবাদদাতা, রঘুনাথপুর: ১০০ দিনের কাজের বিকল্প হিসেবে রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে জুলাই মাস পর্যন্ত সাঁতুড়ি ব্লকের আটহাজার শ্রমিক উপকৃত হয়েছে। এখনও পর্যন্ত শ্রমিকদের ৪৮ দিন কাজ দেওয়া সম্ভব হয়েছে। ব্লক প্রশাসন জানিয়েছে, আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও অনেক শ্রমিক কাজ পাবে।
এই প্রকল্প ২০২৪-২৫ সালের রাজ্য বাজেটেই প্রথম ঘোষণা হয়েছিল। এর অধীনে রাজ্য সরকার জবকার্ড হোল্ডারদের ৫০দিনের কাজ দেওয়া নিশ্চিত করেছে। প্রতিটি ব্লকে প্রকল্পের কাজ চলছে।
সাঁতুড়ির বিডিও পার্থ দাস বলেন, এখনও পর্যন্ত ব্লকে ছয়টি পঞ্চায়েতের প্রায় আট হাজার শ্রমিককে কাজ দেওয়া সম্ভব হয়েছে। সমস্ত শ্রমিককে ৪৮দিন কাজ দেওয়া গিয়েছে। আগামী দিনে আরও বেশি শ্রমিক যাতে কাজ পান, তা দেখা হচ্ছে।