• পানীয় জল সরবরাহ বন্ধ, হীড়বাঁধে বিক্ষোভ
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার বিকেলে হীড়বাঁধ ব্লকের বহরামুড়ি এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। এদিন বেশ কিছুক্ষণ বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের পাশে তাঁরা বিক্ষোভ দেখান। পরে হীড়বাঁধ থানার পুলিস পরিস্থিতি সামাল দেয়। খবর পেয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের লোকজন গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। দপ্তরের বাঁকুড়া ডিভিশনের নির্বাহী বাস্তুকার আশিস গঙ্গোপাধ্যায় বলেন, পাইপ ফেটে যাওয়ায় বহরামুড়ি এলাকার ৮০টি বাড়িতে জল পৌঁছতে সমস্যা হয়। এদিন বিষয়টি জানার পর লোক পাঠানো হয়। আজ, বুধবার সকালের মধ্যে পাইপ মেরামতের কাজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এদিন স্থানীয়দের বিক্ষোভের জেরে বহরামুড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আশ্বাস পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • Link to this news (বর্তমান)