• ডেঙ্গু রুখতে আজ থেকে বিশেষ অভিযান জলপাইগুড়িতে
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত ১৮০ জন। গতবছর এই সময়ে সেই সংখ্যাটা ছিল ১২০। ফলে বিষয়টি ভাবাচ্ছে স্বাস্থ্যদপ্তরকে। এদিকে, জলপাইগুড়ি শহরেও দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গু। ইতিমধ্যেই শহরে সাতজনের রক্তে ডেঙ্গুর জীবাণু মিলেছে। নতুন করে শহরের ৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জলপাইগুড়ি জেলার অধীনে শিলিগুড়ি পুরসভার যে ১৪টি ওয়ার্ড রয়েছে, সেখানে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর। মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। বৈঠকে জেলার সমস্ত ব্লকের স্বাস্থ্য আধিকারিক, পুরসভার হেল্থ অফিসার ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের ডাকা হয়েছিল। ডেঙ্গু দমনে অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ ডাঃ ত্রিদীপ দাস বলেন, এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতবছরের তুলনায় এখনও পর্যন্ত অনেকটাই বেশি। ডিএমের নির্দেশ মতো বুধবার থেকেই জেলায় বিশেষ অভিযান শুরু করছি আমরা। ভিজিল্যান্স বাড়ানো হচ্ছে। ড্রাই ডে পালন করা হবে। পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, ডেঙ্গু নিয়ে আমরা সজাগ রয়েছি। কাউন্সিলাররা ওয়ার্ডে ঘুরছেন। কোথাও জল জমেছে কি না দেখতে সমীক্ষা চলছে। তবে এ ব্যাপারে বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন। 
  • Link to this news (বর্তমান)