• সেতু ও রাস্তা বেহাল, জটেশ্বরে অবরোধ
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা ব্লকের জটেশ্বর-২ গ্রাম পঞ্চায়েত ও গুয়াবরনগর পঞ্চায়েতের সীমানা দিয়ে বয়ে চলা বীরকিটি নদীর সেতু সংস্কারের দাবি উঠেছে। মঙ্গলবার সেতু মেরামত ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দারা। সেতুর উপর বাঁশ বেঁধে আন্দোলন শুরু করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলে। পরে ফালাকাটা থানার পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। অবরোধের জেরে রাস্তার দু’দিকেই বহু গাড়ি, টোটোর লাইন পড়ে যায়। জটেশ্বর-তপসিতলা সড়কের উপর বীরকিটি সেতু দীর্ঘদিন আগে বেহাল। সেতুর একাধিক জায়গায় রেলিং ভেঙে গিয়েছে। লোহার পাত বেঁকে গিয়েছে। এছাড়াও দু’টি পিলারও বসে গিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে যানবাহন চলাচল করায় সেতুটি দুলছে। এই  বেহাল সেতুর উপর দিয়েই মাটি, বালি বোঝাই গাড়ি, ডাম্পার, ট্রাক চলাচল করে। সেতুটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে অভিযোগ।  এ বিষয়ে জেলা পরিষদের সদস্য তনুশ্রী রায় বলেন, রাস্তা ও সেতু সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
  • Link to this news (বর্তমান)