• গেমিং অ্যাপ প্রতারণায় মুকুন্দপুরে ইডির তল্লাশি
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে বাইপাস লাগোয়া মুকুন্দপুরে তল্লাশি চালাল ইডি। মঙ্গলবার সাত সকালে তদন্তকারীরা মুকুন্দপুরে পৌঁছে যান। প্রতারণায় অভিযুক্তদের বাড়িতে পৌঁছে বিভিন্ন নথি পরীক্ষা শুরু করেন। সেখান থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে হানা দেন গরফা এলাকায় এক সিএর বাড়িতে। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন নথি।

    গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডের তদন্তে ইডি আধিকারিকরা জানতে পারেন, এই টাকা গিয়েছে মুকুন্দপুর এলাকার দুই ব্যবসায়ীর কাছে। প্রতারণার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। দেশজুড়ে প্রতারণা চালিয়েছে চক্রের পান্ডারা। টাকা কয়েকহাত ঘুরে চীনে পৌঁছেছে। এমনকী একাধিক ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলে টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রতারকদের একাধিক কোম্পানি খুলে জালিয়াতির টাকা বিনিয়োগে সাহায্য করেছেন গরফার ওই সিএ। তার ভিত্তিতেই এদিনের তল্লাশি বলে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)