• চার জেলার সঙ্গে বৈঠক করবে পঞ্চায়েত দপ্তর
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বচ্ছ ভারত মিশনের কাজকর্মের গতি নিয়ে আজ, বুধবার বৈঠক করবে পঞ্চায়েত দপ্তর। দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলির সব বিডিও এবং এই প্রকল্পের কাজকর্মের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে এই বৈঠকে ডাকা হয়েছে। মূলত কোন কোন ব্লকে কাজের কী পরিস্থিতি রয়েছে, কোথায় খামতি আছে বা কারা টাকা খরচ নিয়ে পিছিয়ে রয়েছে প্রভৃতির উপর আলোচনা হবে। এই বৈঠক ধাপে ধাপে হবে অন্য জেলার বিডিওদের সঙ্গেও। দপ্তর এর আগে বৈঠক করেছিল পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে পিছিয়ে পড়া ব্লকগুলির সঙ্গে। এবার এই স্বচ্ছ ভারত মিশন নিয়েও উদ্যোগী হয়েছে তারা। কারণ এই প্রকল্পে প্রচুর টাকা খরচ হয়নি, পড়ে আছে। 
  • Link to this news (বর্তমান)