• একাদশ শ্রেণির সরকারি পাঠ্যবই মিলছে না, অভিযোগ পড়ুয়াদের
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একাদশ শ্রেণির সরকারি বই পাচ্ছে না শিক্ষার্থীরা। অথচ সামনেই সেমেস্টার পরীক্ষা। ইংরেজি ও বাংলার মতো বই নিয়েও সমস্যা হচ্ছে বলে শিক্ষার্থী মহল থেকে অভিযোগ উঠেছে। তবে সমস্যা জটিল হয়েছে নতুন বেশ কিছু বিষয়ের বই নিয়ে। অভিযোগ, এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ও সাংবাদিকতা বিষয়ের পঠনপাঠনের সুযোগ থাকলেও সরকারি বই এখনও পাওয়া যায়নি। এনিয়ে শিক্ষকরাও সমস্যায় পড়েছেন। বিষয়টি ইতিমধ্যেই শিক্ষাদপ্তরের কাছেও জানানো হয়েছে বলে একাধিক স্কুল সূত্রে জানা গিয়েছে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, আমাদের সরকার শিক্ষা ও শিক্ষার্থী দরদী। বই নিয়ে কোনও সমস্যার বিষয় জানি না। তবে দ্রুত ওই বিষয়ে তথ্য নেব। সমস্যা থাকলে তা মিটিয়ে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)