• টানাপোড়েন শেষে পুজোর ছবির শ্যুটিং শুরু রাহুলের
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিনের টানাপোড়েনের পর পুজোর ছবির শ্যুটিং শুরু করলেন চলচ্চিত্র পরিচালক রাহুল মুখোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে কাজ শুরু করেন। সকাল সাতটার মধ্যে স্টুডিওতে চলে এসেছিলেন টেকনিশিয়ানরা। ফ্লোরে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন ছিলেন না। সোমবার রাতে ফেডারেশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে রাহুলের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। উল্লেখ্য, ২৭ জুলাই শ্যুটিংয়ের জন্য সেটে পৌঁছন প্রসেনজিৎ-অনির্বাণরা। তবে অভিযুক্ত রাহুলের সঙ্গে কাজ করবেন না বলে টেকনিশিয়ানরা ফ্লোরে আসেননি। এই ঘটনার পর জোরালো হয় পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্ব। গত সপ্তাহের সোম ও মঙ্গলবার এই ইস্যুতে কার্যত স্তব্ধ ছিল টলিপাড়া। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মেলে সমাধানসূত্র। বুধবার থেকে সচল হয়েছে ইন্ডাস্ট্রি। 
  • Link to this news (বর্তমান)