• রাস্তার ধসে পড়ে আটকে গেল দমকলের গাড়ি
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জলের পাইপলাইন বসানোর কাজ নিয়ে হুগলির বিভিন্ন পুরসভা এলাকায় সমস্যা অব্যাহত। মঙ্গলবার পাইপলাইন বসানোর কাজের জেরে রাস্তায় ধস নেমে বসে গেল দমকলের গাড়ির চাকা। কোথাও আগুন নেভানোর কাজ না থাকায় তেমন সমস্যা না হলেও এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ষার মরশুমে বাসিন্দাদের গাড়ি বা বাইকের চাকাও এভাবে ফেঁসে যেতে পারত, এই অভিযোগ তুলে সরব নাগরিকরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কোন্নগরের ছোট কালীতলা এলাকায় ওই ঘটনা ঘটেছে। কালীতলা দিয়ে দমকল অফিসের দিকে দু’টি গাড়ি যাচ্ছিল। তারই একটির চাকা রাস্তার ধসের জেরে মাটিতে বসে যায়। পাইপলাইন বসানোর জন্য সোমবারই ওই রাস্তা খোঁড়া হয়েছিল। অভিযোগ, মাটি নরম থাকার কারণেই চাকা বসে যায়।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে পুরসভা থেকে ক্রেন পাঠিয়ে দমকলের গাড়িটি উদ্ধার করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, উন্নয়নের কাজের জন্যই একটু সমস্যা হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পরিবেষার সুবিধাও তো বাসিন্দাদের কাছেই পৌঁছবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা মজবুত রাস্তা করে দেব।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)