• এসটি সার্টিফিকেট নিয়ে কল্যাণীতে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে নির্দল এসটি প্রার্থী হয়েছিলেন বরুণ মাহাত। তাঁর এসটি সার্টিফিকেট সন্দেহজনক বলে দাবি তুলে রাজ্যের ৪৬টি আদিবাসী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার কল্যাণী মহাকুমা শাসকের দপ্তর ঘিরে বিক্ষোভ দেখালেন হাজার খানেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তুমুল বৃষ্টি উপেক্ষা করে এদিন রাস্তা অবরোধ করে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তাঁরা। ২০০৮ সালে কল্যাণী মহাকুমা শাসকের দপ্তর থেকে এই বরুণ মাহাতর এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, বরুণবাবু কুড়মি সম্প্রদায়ের মানুষ। কুড়মি, মাহাতরা এসটি হওয়ার জন্য আন্দোলন করছেন। সেখানে বরুণবাবু কীভাবে এসটি সার্টিফিকেট পেয়ে গেলেন? আর মহকুমা শাসকের দপ্তর থেকে কীভাবে সেই সার্টিফিকেটে সিলমোহর দেওয়া হল? এই বিষয়ে জানতে এদিন কল্যাণীতে জমায়েত করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। পরে ১২ জনের একটি প্রতিনিধিদল মহকুমা শাসকের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার মিতনচন্দ্র টুডু বলেন, বরুণ মাহাত কীভাবে এসটি সার্টিফিকেট পেলেন, তা জানতে চেয়েছি আমরা। কারণ আমরা মনে করি না উনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এছাড়াও রাজ্য সরকারের এসটি সার্টিফিকেট নিয়ে গভীর চক্রান্ত চলছে। এইসবের প্রতিবাদে এদিন কল্যাণীতে মহকুমা শাসকের অফিসে অভিযান হয়। এনিয়ে কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, ওঁদের দাবি খতিয়ে দেখা হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)