• ভোররাতে উল্টোডাঙার প্লাই কারখানায় আগুন
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে পুড়ে ছারখার হয়ে গেল উল্টোডাঙার ইস্ট ক্যানাল সার্কুলার রোডের একটি প্লাই কারখানা ও কাঠের গুদাম। দমকলের আটটি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কুলিং প্রসেস চালানো হয় আরও এক ঘণ্টা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। ভোরের দিকে আগুন লাগায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু আশপাশের ঘনবসতি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

    এদিন ভোর ৫টা নাগাদ আগুন লাগে। প্লাই ও শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুন এতটা ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরাই। পাশেই খাল থাকায় জলের অভাব হয়নি। সংলগ্ন রাস্তা যথেষ্ট প্রশস্ত হওয়ায় দমকলের গাড়ি ঢোকাতেও কোনও বেগ পেতে হয়নি। প্লাইয়ের কারখানার আগুন পাশের একটি গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়ে। এই কারখানাও আংশিক পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা অসীম গায়েন বলেন, ‘ভোরে চিৎকার শুনে উঠে পড়ি। গোটা পাড়া জেগে ওঠে। বেরিয়ে দেখি, দাউ দাউ করে জ্বলছে প্লাই কারখানা।’ স্থানীয় সূত্রে খবর, দেরিতে আসার অভিযোগ দমকল ও পুলিসকে ঘিরে স্থানীয়রা কিছুক্ষণ বিক্ষোভ দেখান। কারখানার টিনের ছাউনি সরিয়ে আগুন নেভান দমকল কর্মীরা। আশপাশের বাড়িগুলিও ফাঁকা করে দেওয়া হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)