• ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, অভিনব সাইবার প্রতারণা বারাসতে
    এই সময় | ০৭ আগস্ট ২০২৪
  • নিত্য নতুন কায়দায় সাইবার প্রতারণার ঘটনা ঘটে চলেছে বিভিন্ন জেলায়। বিদ্যুৎ ভবনের নাম ব্যবহার করে এবার প্রতারণা দেগঙ্গা থানা এলাকায়। প্রতারণার শিকার হয়ে প্রায় ৬ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি। ওটিপি ছাড়াই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানা।পুলিশ সূত্রে খবর, ঘটনাটি প্রথম ঘটে গত ১৬ ই জুলাই। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার দোগাছিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম প্রতারণার শিকার হয়েছেন। রেজাউল এর ফোনে একটি ফোন আসে। বলা হয় বিদ্যুৎ ভবন থেকে যোগাযোগ করা হচ্ছে। ফোনের মারফৎ কিছু আপডেট করতে হবে। তা না হলে তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর এই আপডেট করতে ১৩ টাকা খরচ করতে হবে।

    অভিযোগ, রেজাউল কিছু না বুঝেই সেই আপডেট অপশনে ক্লিক করে দিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যেও তিনি লক্ষ্য করেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ফোনে থেকে সিম কার্ড নো সার্ভিস হয়ে যায়। বিষয়টি লক্ষ্য করেই হতচকিত হয়ে যায় রেজাউল। কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পেরে নিজের ব্যাঙ্কের দ্বারস্থ হন তিনি।

    ব্যাঙ্কে গিয়ে কোনও সুরাহা না মেলায় দেগঙ্গা থানায় যান তিনি। সেখানে অভিযোগ জানানো হয়। তদন্ত শুরু করে থানা। এরপর চলতি মাসের ১ তারিখ রেজাউল জানতে পারে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কখনও ১ লক্ষ, কখনও ১০, ২০, ৫০ হাজার এইভাবে মোট ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। তাঁর মোবাইল নম্বর নো সার্ভিস হয়ে থাকায় ব্যাঙ্কের কোনও এসএমএস পাননি তিনি।

    ব্যাঙ্কে থেকে জানানো হয় তাঁদের কিছুই করার নেই। এরপর ফের থানায় যান তিনি। থানা থেকে তাঁকে বারাসত পুলিশের সাইবার ক্রাইম শাখায় গিয়ে অভিযোগ জানাতে বলা হয়। সেইমতো সাইবার ক্রাইম শাখায় এসে অভিযোগ জানায় সর্বস্ব হারিয়ে রেজাউল ইসলাম।

    কীভাবে এই জমানো অর্থ ফেরত পাবে তা জানা নেই। কোনও ওটিপি ছাড়াই কী ভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হল সেটাই বুঝতে পারছেন না ওই প্রতারিত ব্যক্তি। রেজাউল বলেন, ‘আমার ধারণা সিম কার্ড হ্যাক করে সমস্ত ওটিপি সেই প্রতারকের মোবাইলে নিয়েই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে। আমি পুলিশের কাছে আবেদন করেছি, বিষয়টি যাতে তদন্ত করে দেখা হয়।’
  • Link to this news (এই সময়)