• 'শান্ত হোক, শান্তি ফিরুক বাংলাদেশে', চাইছেন ভাষা শহিদের পরিবার ...
    আজকাল | ০৭ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: প্রায় ৭২ বছর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে আন্দোলনকারীদের থামাতে গুলি চালায় পাকিস্তান সরকারের পুলিশ। মৃত্যু হয় ১৪ জনের। শহিদ হন সফিউর রহমান। তাঁর বাড়ি হুগলির কোন্নগরে। মঙ্গলবার কোন্নগরের বাড়িতে বসে ভাষা শহিদ সফিউর রহমানের খুরতুতো ভাই আসানুর রহমান বলেন, মুজিবুর রহমান যে দলেরই হোক, বাংলাদেশি মানুষের এটা জানা উচিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অনবদ্য ভূমিকার কথা। তৎকালীন সময়ে তিনি এবং ভারতের সরকার একত্রে বাংলাদেশকে স্বাধীন করে ছিলেন।

    এদিন আসানুর রহমান বলেছেন, সেই আন্দোলনে মুজিবুর রহমানের অনেক অবদান ছিল। আরও অনেকেই যুক্ত ছিলেন সেই আন্দোলনে। মুক্তিযুদ্ধ অর্থাৎ বাংলাদেশ স্বাধীন করার সেই আন্দোলনে প্রত্যেকেরই অবদান সমান। এখন কী এমন হলো্, যে বঙ্গবন্ধুর মূর্তি স্মারক ভাঙা হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে। এটা অনভিপ্রেত। বাংলাদেশিদের সকলেই কি এখন মুক্তিযুদ্ধে সেই মানুষগুলোর অবদানের কথা ভুলে গেলেন।
  • Link to this news (আজকাল)