• বাসের সংখ্যা বৃদ্ধির নির্দেশ মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তায় বাস কমে যাওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পরিবহণ দপ্তরের নানা ইস্যু নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী। সূত্রের খবর, সেই বৈঠকেই যাত্রী সুবিধার্থে বাসের সংখ্যা বৃদ্ধি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে কর্মীদের একাধিক শিফটে কাজ করানো যেতে পারে বলেও প্রস্তাব দেওয়া হয়েছে এদিনের আলোচনায়। সেক্ষেত্রে প্রয়োজনে তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর বিকল্প প্রস্তাবও আসে। আবার, টোটোর কারণে দুর্ঘটনা এড়াতে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেসব জায়গায় আর ট্রাম চলাচলের সম্ভাবনা নেই সেখানে থেকে ট্রাম লাইন তুলে দেওয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। 
  • Link to this news (বর্তমান)