• কলকাতায় ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণ! জখম ১, চাঞ্চল্য
    এই সময় | ০৭ আগস্ট ২০২৪
  • দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে বিস্ফোরণ। ঘটনায় ক্যাফের এক কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের কারণে দোকানের শাটার উড়ে গিয়েছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তদন্ত করে দেখছে পুলিশ।কলকাতা একটি ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা বুধবার সকালে। এদিন সকাল ১১টা নাগাদ যোধপুর পার্কের ওই ক্যাফে খোলার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিস্ফোরণের কারণে দোকানের সামনের কাচের দরজা ভেঙে গিয়েছে, উড়ে গিয়েছে শাটার। ক্যাফের এক কর্মী আহত হয়েছেন ঘটনায়। খবর দেওয়া হয় পুলিশকে।

    বিস্ফোরণের পরেই ক্যাফটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ক্যাফের ভেতর সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে, সঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখছে দমকল। বিস্ফোরণের কারণে আগুন লাগার সঠিক কারণ জানায়নি দমকল। ক্যাফের ভেতরের প্রচুর জিনিস পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ক্যাফে কর্মীর নাম চন্দ্রকুমার গুরুং। আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। এরপর তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিশ এবং দমকলের ১ টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রেস্তোরাঁর মালিক কে লেক থানায় নিয়ে গেছে পুলিশ।

    স্থানীয় এক বাসিন্দা জানান, ক্যাফের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে মনে হয় রাত থেকে গ্যাস লিক করেছিল। ক্যাফের ভেতরে গ্যাস জমেছিল। সকালে শাটার খোলার পর কোনও কারণে আগুন জ্বালানোয় বিস্ফোরণ হয়েছে বলে বলে অনুমান করা হচ্ছে। তবে, আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল।
  • Link to this news (এই সময়)