ডেঙ্গিতে মৃত্যু মুর্শিদাবাদের প্রথম বর্ষের কলেজ ছাত্রের, আতঙ্ক ছড়াল সামশেরগঞ্জে...
আজকাল | ০৭ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বর্ষার বৃষ্টি বাড়ার সাথে সাথে ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হল এক ডেঙ্গি রোগীর। মৃত ওই রোগীর নাম সোহেল রানা (১৯)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত মধ্য চাচন্ড গ্রামে। ওই যুবক সুতির ঔরাঙ্গবাদ ডি এন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত প্রায় তিন দিন ধরে সুতি এবং রঘুনাথগঞ্জের দুটি হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছিল। মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বদরুল হক বলেন, 'মধ্য-চাচন্ড গ্রামে যে এলাকায় মৃত এই যুবকের বাড়ি সেখানে আরও বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত। ইতিমধ্যেই গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে এবং পঞ্চায়েতের তরফ থেকে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। আমরা এলাকার বাসিন্দাদেরকে অনুরোধ করছি যাতে কোথাও জল না জমে সেই বিষয়টি সুনিশ্চিত করতে এবং এলাকা পরিষ্কার রাখতে। সকলকে মশারি টাঙিয়ে রাতের বেলায় ঘুমানোর জন্যও বলা হচ্ছে।'