• নরেন্দ্রপুরে স্কুলের আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, খোয়া গেল দেড় লক্ষ টাকা ...
    আজকাল | ০৭ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরি।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানার বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কুলে কর্তৃপক্ষের অনুমান, প্রায় দেড় লক্ষ টাকা চুরি হতে পারে।

    সেই ঘরে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স ভেঙে দেওয়া হয়। তার কারণে কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সুদেষ্ণা ভট্টাচার্য। সম্প্রতি এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটতে দেখা গেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। এবার আবারও চুরির ঘটনা ঘটলো ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালযয়ে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষের। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
  • Link to this news (আজকাল)