আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকাল থেকে ধূসর মেঘ উধাও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদিও বেলা গড়ালে আবহাওয়ার পরিবর্তন হবে। কোথাও কয়েক পশলা, কোথাও আবার মাঝারি বৃষ্টিও হতে পারে। তবে গত কয়েক দিনের মতো আপাতত ভোগান্তি নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গে।
অন্যদিকে আজ ও আগামিকাল, বৃহস্পতিবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। শুক্রবারেও ভারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কা রয়েছে।