যোধপুর পার্কের ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক কর্মী ...
আজকাল | ০৭ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে যোধপুর পার্কে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত ক্যাফের এক কর্মী। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের অনুমান করলেও, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাফের সিলিন্ডারটি অক্ষত অবস্থায় রয়েছে।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)