• পুজোয় কি পাওয়া যাবে বাংলাদেশের ইলিশ? কী বলছেন ব্যবসায়ীরা?...
    আজকাল | ০৭ আগস্ট ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ।‌ তার প্রভাব বাঙালির পাতে। প্রতি বছর পুজোর আগে যে ইলিশ মাছের জন্য বাঙালি তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে এবার সেই ইলিশ আদৌ এপারে বা ভারতে আসবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান এরাজ্যের মৎস্য ব্যবসায়ীরা। তাঁদের কথায়, ওপার বাংলার ব্যবসায়ীরা এবিষয়ে কিছুই এখনও বলতে পারছেন না। 

    তিনি জানিয়েছেন, ‘‌গত পাঁচ বছর ধরে প্রত্যেকবার পুজোর আগে বাংলাদেশ সরকার এদেশে ইলিশ পাঠিয়ে আসছিল। এই মাছ যেমন রাজ্যের বাজারে বিক্রি হত তেমনি দেশের অন্য বাজারগুলিতেও এখান থেকে যেত। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে আমরা নিশ্চিত করে বলতে পারছি না এবার সেই দেশ থেকে এই মাছ আসবে কিনা।’‌ 
    পুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ মাছ হাওড়া রেল স্টেশনের ধারে পাইকারি বাজারে ঢোকার পর সেখান থেকে ছড়িয়ে পড়ত কলকাতা–সহ গোটা রাজ্যেই। খুচরো বাজার থেকে যা কিনে রসনার তৃপ্তি নিতেন মৎস্যপ্রেমীরা। সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, গত বছর তাঁরা ১১০০ মেট্রিক টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে এনেছিলেন।



  • Link to this news (আজকাল)