• শান্তিনিকেতনের হৃদয় আজ ভারাক্রান্ত, ২২ শ্রাবণে কবিকে স্মরণ...
    ২৪ ঘন্টা | ০৭ আগস্ট ২০২৪
  • প্রসেনজিৎ মালাকার: আজ বুধবার, ২২ শ্রাবণ। রবীন্দ্র-তিরোধান দিবস। আজ বাঙালির শোকের দিন, তার অভিভাবকহীন হওয়ার দিন। তার সাংস্কৃতিক দৈন্য মূর্তিমান হওয়ার দিন।

    বাঙালি আজ দিকে-দিকে কবিকে স্মরণ করছে, শ্রদ্ধা জানাচ্ছে। শোক পালন করছে। স্মরণ করছে কবির লেগাসিকে। যথারীতি ছবিটা অন্য বছরের মতোই একই শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আজ সকাল থেকেই ছবিটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপনের ছবি। আজ ভোরে বৈতালিক, সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা-সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হল।

    আজকের দিনটিতে বরাবরই শান্তিনিকেতনের হৃদয় দুখী থাকে। আজ গোটা শান্তিনিকেতন জুড়ে ভারাক্রান্ত হৃদয়। ঠিক এরকম এক পরিবেশে, এমন বর্ষণদিনে বাঙালির প্রিয় কবি রবীন্দ্রনাথ বিদায় নিয়েছিলেন। কবির অজস্র লেখা, কথা, গানে আজীবন তিনি থাকবেন বাঙালির মননে।

    উপাসনাগৃহে আজকের বিশ্বভারতীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপচার্য-সহ অধ্যাপক, ছাত্রছাত্রী সকলেই। কর্তৃপক্ষের তরফে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করা হবে, পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবারও পালিত হবে রবীন্দ্র সপ্তাহ।

  • Link to this news (২৪ ঘন্টা)