রোজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে মা উড়ালপুল, যান নিয়ন্ত্রণ কোন পথে?
এই সময় | ০৭ আগস্ট ২০২৪
মা ফ্লাইওভারে মেরামতির কাজ চলবে। যে কারণে, রাতের বেলা বন্ধ রাখা হচ্ছে এই উড়ালপুল। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী কয়েকদিন কলকাতার ব্যস্ততম মা উড়ালপুলে মেরামতি সহ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। জানা গিয়েছে, মা উড়ালপুলের রাস্তার মেরামতি, ভারবহন ক্ষমতা সহ একাধিক বিষয় নিয়ে মেরামতির কাজ করা হবে। তাই কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার রাত থেকেই উড়ালপুলে গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাতেই বন্ধ রাখা হবে এই উড়ালপুল। তবে কাজ শেষ হবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।রাত 12 টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। তবে এজেসি বোস ফ্লাইওভার খোলা থাকবে। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প পথ হিসাবে বাইপাস থেকে আসা যানবাহন 4 নম্বর ব্রিজ হয়ে সেভেন পয়েন্ট হয়ে পার্কসার্কাস এভিনিউ হয়ে এজেসি বোস উড়ালপুল ফ্লাইওভার ধরতে পারবে। একইভাবে পিজি হাসপতালের সামনে দিয়ে পার্ক সার্কাস নেমে সেভেন পয়েন্ট হয়ে দরগা রোড ধরে 4 নম্বর ব্রিজ হয়ে সাইন্স সিটি ধরে বাইপাসের দুই দিকে রাতের বেলায় যেতে পারবে সমস্ত যানবাহন।
লালবাজারের ট্র্যাফিক বিভাগ জানিয়েছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাতেই বন্ধ রাখা হবে এই উড়ালপুল। তবে কাজ শেষ হবে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়নি। কলকাতা পুলিশ সূত্রে খবর, পুজোর আগেই এই কাজ সেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। উড়ালপুলে বৈদ্যুতিক বাতিস্তম্ভ, সিসিটিভি এবং স্পিড মিটার রক্ষণাবেক্ষণের বিষয়টিও খেয়াল রাখা হবে। পুজোর সময় বাড়তি গাড়ির চাপ থাকবে। সেই কথা মাথায় রেখে দ্রুত কাজ সেরে ফেলার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, দুদিন আগেই মা উড়ালপুল নিয়ে একটি কড়া নির্দেশিকা জারি করে কলকাতা পুলিশ। প্রয়োজন ছাড়া কোনও অবস্থাতেই এই ফ্লাইওভারে গাড়ি দাঁড় করানো যাবে না বলে জানানো হয়। ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলেও মোটা টাকা জরিমানার কথা জানানো হয়।