• বাংলাদেশে যারা তাণ্ডব চালাচ্ছে তারাই তৃণমূল…., শাসকদলকে বিস্ফোরক মন্তব্য দিলীপের
    হিন্দুস্তান টাইমস | ০৭ আগস্ট ২০২৪
  • বাংলাদেশে যারা তাণ্ডব চালাচ্ছে তারাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে দখল করে নিয়েছে। বুধবার সকালে দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের পিঠে চড়েছেন। যেদিন নামবেন সেদিন সবার আগে ওনার ঘাড় মটকাবে।


    পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ করুক ভারত সরকার: VHP

    এদিন দিলীপবাবু বলেন, ‘কোনও ইসলামিক দেশে গণতন্ত্র সফল হয় না, এটা তার প্রমাণ। কিছু গণ্ডগোল হলেই ওখানে হিন্দুদের ওপরে অত্যাচার হয়। তারা পালিয়ে আসেন। আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না। কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে।’

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিলীপ ঘোষের মত, ‘যারা সমাজ বিরোধী তারা কোন দলের নয়। না হলে তারা কী করে সংসদ ভবন লুট করতে পারে? প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? সেগুলো তো সব দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএএ পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল। বাড়ি ঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই, যারা ওখান থেকে এখানে এসে ঢুকেছে, একুশে নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করেছিল, দোকান লুট করেছিল, আগুন জ্বালিয়েছিল, মহিলাদের উপর অত্যাচার করেছিল। এরা এখন তৃণমূল পার্টিকেও দখল করে নিচ্ছে।’


    মুখ্যমন্ত্রীকে দিলীপবাবুর সতর্কবাণী, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন, এরা তো আমার পক্ষেই আছে। তাই মুখ বন্ধ করে আছেন। ওখানকার হিন্দুদের হয়ে কথা বলছেন না। কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যে দিন বাঘের পিঠ থেকে নামবেন, ওনার ঘাড় মটকাবে ওরা। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন TMC দেখে রাখে। তারা পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)