কুস্তিগির বিনেশ ফোগতকে 'ভারত রত্ন'-এ ভূষিত করা বা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করার জন্য সওয়াল করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন।
সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, 'সরকার ও বিরোধীদের উচিত একমত হওয়া এবং বিনেশ ফোগতকে 'ভারত রত্ন'-এ ভূষিত করা বা তাঁকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার আসন দেওয়া।' অলিম্পিক্সে অসাধারণ প্রদর্শন করেছেন এই কুস্তিগির, এই বার্তা দিয়ে অভিষেক বলেন, 'তিনি বিরাট সংগ্রাম করেছেন। তার জন্য এটুকু আমরা করতেই পারি। কোনও পদক তাঁর আসল মেধাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না।'অলিম্পিক্স ফাইনালে নামার মুখে ‘ডিসকোয়ালিফায়েড’ হয়েছেন ভারতের মহিলা কুস্তিগির বিনেশ ফোগত। বুধবার বেলা ১২টা নাগাদ জানা যায় তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি।
কেরিয়ারে প্রথমবার বিনেশ ৫০ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন। অতীতে তিনি ৫৩ কেজি বিভাগে খেলেছেন। 'স্পোর্টসস্টার'-কে দেওয়া সাক্ষাৎকারে বিনেশের ক্যাম্পের এক পুরনো সদস্য জানান, ৬ অগস্ট সকালে তাঁর ওজন ছিল ৪৯.৯ কেজি। ও প্রথম দিন যখন খাবার খেয়েছিল, ওজন বেড়ে হয়েছিল ৫৩ কেজি। সেমিফাইনালের পরে ওর ওজন হয় ৫২.৭ কেজি। তারপর থেকে এক ফোঁটা জল খায়নি, ঘুমোয়নি। ওর জন্য সওনার (একটি গরম ঘর যা বিশ্রাম করা বা ওজন কমানোর জন্য ব্যবহৃত হয়) ব্যবস্থা করা হয়। ওর ওজন কমে হয় ৫০.১ কেজি। অতিরিক্ত ১০০ গ্রাম ওজন কমানোর জন্য ওর হাতে পর্যাপ্ত সময় ছিল না।' জল না খাওয়ার কারণে ডিহাইড্রেশনের শিকার হয়েছেন বিনেশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোনা জয়ের স্বপ্ন ভাঙলেও ইতিহাস তৈরির দোরগোড়ায় পৌঁছেছিলেন বিনেশ। ইতিমধ্যেই ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (আইওএ) প্রেসিডেন্ট পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, 'নিয়মের জাঁতাকলে বিনেশ ফোগতের ছিটকে যাওয়া নিঃসন্দেহে দুর্ভাগ্যের। আশা করছি দেশের অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবে। বিনেশ হাল ছাড়ার পাত্রী নন। আমরা আশাবাদী তিনি আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করবেন। বিনেশ দেশকে গর্বিত করেছে। গোটা দেশ আপনার পাশে রয়েছে।'