• হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গির উপসর্গ নিয়ে, মৃত্যু গৃহবধুর ...
    আজকাল | ০৮ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: ডেঙ্গির উপসর্গ নিয়ে জিরাট হাসপাতালে ভর্তি এক গৃহবধূর মৃত্যু। মৃতার নাম সাধনা দাস(৪৭),বাড়ি বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া-২ নং গ্রাম পঞ্চায়েতের মাঠ ফতেপুর গ্রামে।

    মৃতার পরিবার সূত্রে জানা গেছে, তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মহিলা। বাড়িতেই ছিলেন। জ্বর না কমায় হাসপাতালে রক্ত পরীক্ষা করান। এনএস ১ অর্থাৎ ডেঙ্গু ভাইরাস পজিটিভ আসে রিপোর্টে। সম্প্রতি বমি-পায়খানা শুরু হলে মঙ্গলবার রাতে জিরাট আহমেদপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে মৃত্যু হয় গৃহবধূর।

    বর্তমানে হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২৫০ জন। তার মধ্যে বলাগড় ব্লকে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। বলাগড় ব্লকের গুপ্তিপাড়ায় ডেঙ্গি বাড়তে থাকায় সেখানে সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ডেঙ্গি স্ক্রিনিং ক্যাম্প করা হয়।

    জ্বর হলে রক্ত পরীক্ষার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। ডেঙ্গির উপসর্গ থাকলে হাসপাতালে যেতে বলা হয়। এলাকার পরিচ্ছন্নতা নিয়ে যদিও গ্রাম পঞ্চায়েতের উপর খুশি নয় গ্রামবাসীরা।
  • Link to this news (আজকাল)