• আশ্রয় দিন, জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা ৬০০ বাংলাদেশী নাগরিকের, আটকালো বিএসএফ ...
    আজকাল | ০৮ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা সেদেশের প্রায় ৬০০ জন বাংলাদেশী নাগরিকের। তাঁদের অভিযোগ, তাঁদের বাড়িঘর ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। বাধ্য হয়ে তাঁরা ভারতে আশ্রয় চাইতে এসেছেন। যদিও এদেশে ঢোকার আগেই জিরো পয়েন্টে তাঁদের সকলকেই আটকে দেয় বিএসএফ। 

    জানা গিয়েছে, এদেশে আশ্রয় চাইতে আসা সকলেই বাংলাদেশের পঞ্চগর জেলার পাঁচটি গ্রামের বাসিন্দা। তাঁদের অভিযোগ, একের পর এক গ্রামে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা তাঁদের বাড়িঘর ভেঙে দিয়েছে। নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে সকলে সিদ্ধান্ত নেন ভারতে আসার। সেইমতো এদিন জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেন তাঁরা। কিন্তু প্রবেশের আগেই সকলকে বিএসএফ আটকে দেয়। 

    সীমান্তে আটকে পড়া এই বাংলাদেশী নাগরিকের সঙ্গে কথা বলতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ আধিকারিকরা। স্থানীয় বিএসএফ সূত্রে খবর, উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে যেরকম নির্দেশ আসবে তাঁরা সেরকমই পদক্ষেপ নেবেন।
  • Link to this news (আজকাল)