মিল্টন সেন,হুগলি,৭ আগস্ট: যুবতীর মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে পথচারীদের হাতে ধরা পরে উত্তমমধ্যম খেয়ে অজুহাত যুবকের। বলে সে নাকি রিলস বানাচ্ছিল! বুধবার ভর সন্ধায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তরপাড়া কলেজ মোরের সামনে।
পুলিশি জেরার জানা যায়, হাওড়ার মালি পাঁচঘড়া থানা এলাকায় বাড়ি ছিনতাইকারী যুবক শাহাবাজ খানের।তাঁর দাবি ,বন্ধুর কথায় মোবাইল ছিনিয়ে ছুট দেয় সে, রিলস বানানোর জন্য।প্রথমবার এমন করেছে। তাকে মারধোর করতে দেখে তার বন্ধু পালিয়ে গেছে। ছিনতাইকারী যুবকের এই অদ্ভুত দাবি খতিয়ে দেখছে পুলিশ।