• বাংলাদেশের হিন্দুরা ভারতে আসতে চান, হাজার খানেক মানুষের ভিড় জলপাইগুড়ি সীমান্তে
    আজ তক | ০৮ আগস্ট ২০২৪
  • বাংলাদেশে হিংসার শিকার হচ্ছেন বহু সংখ্যালঘু হিন্দু। এই পরিস্থিতিতে তাঁরা সেই দেশ থেকে ভারতে আসতে চাইছেন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে তাঁরা পৌঁছন। সীমান্ত পেরিয়ে ভারতে আসতে চান তাঁরা। তবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা আটকে দেয় বিএসএফ। সাতকুড়া সীমান্তে তাঁদের বাধা দেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ঘটনাটি জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতে এলাকার। 

    বুধবার বিকেলে এক হাজারের বেশি বাংলাদেশি ভারতের সীমান্তের কাছে আসেন। তাঁদের মধ্যে বেশিরভাগই হিন্দু। খবর পেয়ে বিএসএফ সেখানে পৌঁছয়। অনুপ্রবেশ রুখে দেয়।  স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশের ওই নাগরিকরা ভারতে ঠাঁই নিতে চান। 

    সীমান্তে এসে পোঁছনো হিন্দুদের অভিযোগ, তাঁদের বাড়িঘর ও মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জানান, তাঁদের জীবন বিপন্ন। সেকারণে তাঁরা ভারতে আশ্রয় চান। যদিও ভারতের অনেক নাগরিকই বলছেন, বাংলাদেশের নাগরিকদের যদি ভারতে আসার অনুমতি দেওয়া হয় তাহলে জনসংখ্যা বাড়বে। সেক্ষেত্রে ভারত খাদ্য সংকটে পড়তে পারে। এই অবস্থায় অনেকেই চান না, বাংলাদেশের নাগরিকরা ভারতে প্রবেশ করুক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলাদেশি হিন্দুদের বোঝানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে এখনও ভিড় রয়েছে।

    শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর সেদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ। সেখানে বসবাসকারী এক মহিলা জানান, 'এক সপ্তাহ ধরে আমি বা বাড়ির কোনও সদস্য বাইরে যাইনি। রান্নাঘরের জিনিসপত্র ফুরিয়ে যাচ্ছে। শুধু ভাত সেদ্ধ করে নুন দিয়ে খান। তাও একবেলা। বিকেলে খাওয়া দাওয়া সেরে নেন। যাতে রাতে খিদে না লাগে। তারপর রাতে পাহারা দেন।' 

    সন্তানদের নিয়ে কথা বলতে গিয়ে সেই মহিলা জানান, 'আমার মেয়ে ভারতে আছে। শিলিগুড়িতে। সে ফোনে কাঁদে কিন্তু আমরা তাকে সান্ত্বনা দিই। আমাদের বড় অসহায় অবস্থা। শুধু মনের জোর নিয়ে বেঁচে আছি।' 

    প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলন নিয়ে বাংলাদেশে আন্দোলন শুরু হলেও পরে তা হিংসাত্মক হয়ে ওঠে। দেশ ছাড়াতে পালাতে বাধ্য হন সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতেই রয়েছেন তিনি। তবে বাংলাদেশের মৌলবাদীরা সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করছে বলে অভিযোগ। তাঁদের বাড়িঘর, দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে। মন্দির ভেঙে ফেলা হচ্ছে। হিন্দু জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ২৭ জেলায় সংখ্যালঘুরা অত্যাচারের মুখে পড়েছেন। 
  • Link to this news (আজ তক)