• নদীনালা শুকনো, বিক্রি নেই জালের, পেশা বদল কারিগর ও ব্যবসায়ীদের
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, করিমপুর: শ্রাবণের শেষ সপ্তাহেও জল নেই করিমপুরের জলঙ্গি নদী ও ভৈরব নদে। ক’দিন আগের নিম্নচাপের বৃষ্টিতেও জল জমেনি এলাকার নদীনালা, খালবিল, পুকুরে। ফলে এবছর বাজারে মাছ ধরার জালের বিক্রি নেই। চরম আর্থিক সমস্যায় জাল ব্যবসায়ীরা। বাধ্য হয়ে তাঁদের অনেকেই পেশা বদল করে অন্য কাজ করছেন। এই মন্দা শুরু হয়েছে কয়েক বছর আগে থেকেই। করিমপুরের এক জাল বিক্রেতা নস্কর হালদার বলেন, কয়েক বছর আগেও বহু মানুষ জাল ছাড়াও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম কিনতে ভিড় করতেন করিমপুর ও আশেপাশের হাটে বাজারে। মূলত বর্ষার সময়ে জাল এবং বাঁশের তৈরি মাছ ধরার বৃত্তি বিক্রি হতো। কিন্তু গত প্রায় পাঁচ বছর ধরে অল্প বৃষ্টি হওয়ার কারণে পুকুরে সেভাবে জল থাকছে না। ফলে জাল কেনারও চাহিদা নেই। তিনি আরও বলেন, জলঙ্গি নদীতে যখন ভরপুর জল থাকত তখন নদীতে মাছ ধরেই দুই পাড়ের প্রায় দুই হাজার মৎস্যজীবীর সংসার চলত। বর্তমানে মৎস্যজীবীরা পেশা বদল করে কেউ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছেন, কেউ চাষবাস করছেন, আবার কেউ অন্য কাজ করছেন, তেমনি মাছ ধরার জালের ব্যবসায়ীরাও এখন কেউ টোটো চালাচ্ছেন, আবার কেউ দিনমজুরের কাজ করছেন। এলাকার জাল বিক্রেতাদের থেকে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গি থেকে অনেক জাল ব্যবসায়ী প্রতি বছর জৈষ্ঠ্য মাস থেকে বর্ষার মরশুমে নদীয়ার তেহট্ট মহকুমার করিমপুর, মহিষবাথান, কাঁঠালিয়া, নাজিরপুর, হরিপুর প্রভৃতি হাটে জাল বিক্রি করতেন। বেতাই বাজারের জাল ব্যবসায়ী বাসুদেব সরকার বলেন, এখন দোকানে জালের বিক্রি নেই বললেই চলে। বেতাই এলাকায় অনেক বিল, জলাশয় রয়েছে যেখানে মাছ ধরার জন্য এলাকার মানুষরা জাল কিনতেন। যেখানে জাল দিয়ে মাছ ধরা হতো সেই বিলে এখন পাট বা তিলের চাষ হচ্ছে। 

    জালের বিক্রি কমতে কমতে এবছর একদম তলানিতে ঠেকেছে। কোনও দিন একটা জাল বিক্রি হয় আবার কখনও সেটাও হয় না। তাই এই ব্যবসার উপরে নির্ভর করে সংসার চালাতে খুব সমস্যা হচ্ছে। একই কথা মহিষবাথান হাটের এক জাল বিক্রেতা রানা হালদারের। তিনি বলেন, প্রতিবছর বর্ষাকালে প্রচুর জাল বিক্রি হতো। তখন কোনও কোনও দিন কুড়ি হাজার টাকারও জাল বিক্রি করেছি। বেশি বৃষ্টিপাত হলেই খালবিল ভর্তি হয়ে জল চলে আসত লোকের বাড়ির কাছাকাছি এবং সেই জলে মাছ ধরার জন্য মৎস্যজীবী ছাড়াও বহু সাধারণ মানুষ জাল কিনতেন। বর্তমানে আবহাওয়া বদলের কারণে বা পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার ফলে এই সমস্যা তৈরি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)