• বাংলাদেশকে শান্তির বার্তা দিতে গান বাঁধলেন ক্যান্সার আক্রান্ত তরণীসেন
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: গলায় ক্যান্সার। মারণ রোগের সেই যন্ত্রণাকেও যেন ছাপিয়ে যাচ্ছে পড়শি দেশ বাংলাদেশ অশান্ত হওয়ার খবর। বুকের ভিতর হাহাকার ওপার বাংলার শিল্পী ও পরিজনদের জন্য। মনের যন্ত্রণা কমাতে এবং শান্তিবার্তা দিতে গান বাঁধলেন উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত বাউল শিল্পী তরণীসেন মহান্ত। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা তরণী এদিন গানে গানে বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিলেন। গানের মাধ্যমে তিনি সম্প্রতি ও ঐক্যের কথাও জানালেন। তাঁর গানে উল্লেখ রয়েছে রবি ঠাকুর ও কাজি নজরুলের কথা। আশা করছেন পুরনো সোনার বাংলা ফিরে পাওয়ার। তরণীর গানের কথায়, ‘মোদের ঠাকুর রবি, নজরুল কবি, কভু বিভেদ ভাবি নাই। আমরা সেই বাংলাদেশ চাই। সৌহার্দ্য, সম্প্রীতি ভরা সেই বাংলাদেশ চাই।’ শেখ হাসিনা পদত্যাগ করতেই বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে। সেই বিক্ষোভে ওপার বাংলার অনেক শিল্পীর বাড়ি, স্বপ্ন পুড়ে ছারখার। অনেকে ঘরছাড়া হয়েছেন। সেই খবর প্রতিদিনই কানে আসছে তরণীবাবুর। সবসময় নেটওয়ার্ক না পেলেও যখনই যোগাযোগ করা যাচ্ছে, খোঁজ নিচ্ছেন ওপার বাংলার শিল্পীদের। পাবনা জেলায় জন্ম হওয়ায় এখনও নাড়ির টান রয়েছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের জন্ম হওয়ার আগেই ১৯৬৮ সালে এদেশে চলে এসেছিলেন। আর ফিরে যাওয়া হয়নি। মাঝে ১৯৭১ সালে একবার বাংলাদেশকে অশান্ত হতে দেখেছেন। তবে এবার যেন বেছে বেছে কবিয়াল, বাউল শিল্পী ও সাহিত্যিকদের আক্রমণ করা হচ্ছে বলে মনে করছেন তরণী। শিল্পের মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। গত জানুয়ারির ২৮ তারিখে বাংলাদেশের দিনাজপুরে চারণকবি সমিতির ডাকে দু’দিন অনুষ্ঠান করে এসেছেন তরণী। সেই সমিতির কর্তাদের সঙ্গে যোগাযোগ করে শিল্পীদের খবর নেওয়ার পর থেকেই মন ভারাক্রান্ত তাঁর। তরণী বলেন, বাউলরা ভোরের পাখি, যাত্রাকালের বিবেক। যখনই কোথাও অস্থিরতার পরিবেশ তৈরি হয়, বাউল শিল্পীরা গানের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেন। সব শিল্পীদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। ওদেশের বাউল শিল্পী রাহুল আনন্দের তিন হাজারের বেশি যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। লালন ভক্তদের উপর হামলা হয়েছে। এসব সহ্য হচ্ছে না। কয়েকদিন আগে বাউল গান নিয়ে গবেষণার জন্য বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ডিপার্টমেন্ট থেকে কয়েকজন তরণীর কাছে এসেছিলেন গবেষণার জন্য। তাঁরাও শান্তির বার্তা ছড়িয়ে দেবেন বলে মনে করছেন তরণী।
  • Link to this news (বর্তমান)