• পানীয় জল মিলছে না, রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ বাসিন্দাদের
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পানীয় জল মিলছে না। বারবার বলার পরও হেলদোল নেই পুরসভার। এমনই অভিযোগে বুধবার জলপাইগুড়ির গোশালা মোড়ে করলা সেতুর উপর রাস্তা অববোধ করলেন বাসিন্দারা। শহরের ২৫ নম্বর ওয়ার্ডের পরেশমিত্র কলোনির কয়েকশো বাসিন্দা রাস্তায় আড়াআড়িভাবে বাঁশ বেঁধে অবরোধ করেন। বালতি, কলসি নিয়ে বসে পড়েন। অফিস ও স্কুল টাইমে দীর্ঘক্ষণ অবরোধের জেরে যানজট হয়। আটকে পড়ে বাস সহ প্রচুর ছোট গাড়ি। 

    স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলার পৌষালি দাসের অবশ্য দাবি, পরেশমিত্র কলোনির পানীয় জলের সমস্যা নিয়ে বার বার পুরসভায় বলেছি। আমাকে বলা হয়েছে, ২২ নম্বর ওয়ার্ডে পাম্পের কাজ চলছে। শীঘ্রই সমস্যা মিটবে। কিন্তু ছ’মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। কবে সমস্যা মিটবে জানি না। মানুষ খাওয়ার জল না পেলে তো বিক্ষোভ দেখাবেই। পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পালের আশ্বাস, আম্রুত প্রকল্পে কাজ চলছে। শীঘ্রই শহরে জল সমস্যা মিটে যাবে। 

    জল নিয়ে জলপাইগুড়ির পরেশমিত্র কলোনির বাসিন্দাদের জোড়া সমস্যা। বর্ষার সময় করলা নদীর জল ঢুকে পড়ে এলাকায়। তখন বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় সেতুর উপর। কিছুদিন আগেই এলাকা জলে ডুবে যাওয়ায় বাড়িছাড়া হতে হয়েছিল। এখন বাসিন্দারা ঘরে ফিরলেও রাস্তায় অজস্র গর্ত। এতটাই বেহাল রাস্তা যে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। খারাপ রাস্তার কারণে টোটো, ছোট গাড়ি আসতে চায় না। তারউপর পানীয় জলের সমস্যা। এদিন অবরোধে শামিল স্থানীয় বাসিন্দা বুলবুল রায়, মীনা শা বলেন, পুরসভার জলের লাইন রয়েছে। কিন্তু, তাতে বেশিরভাগ দিনই জল আসে না। এক-দেড় ঘণ্টার মধ্যেই জল চলে যায়। টাকা দিয়ে বাড়িতে ট্যাঙ্ক বসিয়েছি। কিন্তু, ট্যাঙ্কেও জল ওঠে না। এই সমস্যা থেকে মুক্তি চাই আমরা। ওই এলাকারই বাসিন্দা মমতা ঝা বলেন, আমরা ভোট দিয়ে কাউন্সিলার নির্বাচিত করি। তাহলে নাগরিক পরিষেবা পাব না কেন? চেয়ারপার্সনকে আমরা এলাকায় এনেছিলাম। তাঁকে কাদা রাস্তায় হাঁটানো হয়েছে। কিন্তু, তারপরও আমাদের এলাকার রাস্তা সংস্কার হয়নি। 

    বাসিন্দাদের দাবি, পরেশমিত্র কলোনিতে হাজার খানেক পরিবার রয়েছে। অথচ পুরসভা কোনও কাজই করে না। স্থানীয় কাউন্সিলারের বক্তব্য, পানীয় জল, রাস্তা, করলার বাঁধ উঁচু করে পরেশমিত্র কলোনিকে জলে ডোবার হাত থেকে বাঁচানো সমস্ত ইস্যু নিয়েই পুরসভাকে বলা হয়েছে। কিন্তু, যদি কাজ না হয়, আমার কী করার আছে। তবে আবারও আমি বলব। (নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)