• আড়াই দিন পর মহদিপুর বন্দর সাময়িক চালু
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, বালুরঘাট: আড়াই দিন বন্ধ থাকার পর বুধবার দুপুরে কিছুক্ষণের জন্য রপ্তানি হয়েছে মালদহ জেলার মহদিপুর স্থলবন্দর দিয়ে। যদিও নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই সীমান্তের গেট বন্ধ করে দেয় বিএসএফ। দুপুর দেড়টা নাগাদ এপার থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক যাওয়া শুরু হয়। শুধুমাত্র পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্তই নিয়েছে শুল্ক দপ্তর। দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরে এদিন স্বাভাবিক ছন্দেই রপ্তানি ও আমদানি হয়েছে। শুল্ক দপ্তরের মহদিপুর স্থলবন্দরের উপ অধিকর্তা দেশদুলাল চট্টোপাধ্যায় বলেন, দুপুর দেড়টা থেকে রপ্তানি শুরু হয়েছে। বিকেল সাড়ে তিনটের সামান্য আগেই গেট বন্ধ করে দেওয়া হয়। মোট ৭৫ টি ট্রাক ওপারে পাঠানো হয়েছে। 

    রপ্তানিকারীদের সূত্র জানাচ্ছে, ওপারের পানামা অর্থাৎ সোনা মসজিদ বন্দরে বিশৃঙ্খলার জেরেই সোমবার বিকেল থেকে বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে যায়। মালদহ জেলার মহদিপুর স্থলবন্দর দিয়ে পুনরায় বাংলাদেশে রপ্তানি চালু করার জন্য বুধবার সকাল থেকেই জিরো পয়েন্টে আলোচনায় বসে দু’দেশের শুল্ক দপ্তর ও সীমান্ত সুরক্ষা বাহিনী। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ওপারের শুল্ক দপ্তরের কর্তারা ভারতের সঙ্গে বৈঠকে বসেছিলেন। দু’দেশের আলোচনার পর রপ্তানি শুরুর সিদ্ধান্ত হলেও নিরাপত্তার কারণে প্রথমে বিএসএফ গেট খুলতে আপত্তি করে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির মীমাংসা হয়। এদিন মহদিপুর বন্দর দিয়ে যাওয়া ৭৫টি ট্রাকের প্রত্যেক চালক ও সহকারী সন্ধ্যা সাতটার মধ্যে দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার সকাল সাতটায় চালকরা ফের বাংলাদেশে গিয়ে বাকি ট্রাকগুলিকে খালি করে নিয়ে আসবেন বলেই জানিয়েছেন দেশদুলালবাবু। এদিকে, বাংলাদেশে একটি প্রজেক্টে কর্মরত ১৯ জন ইঞ্জিনিয়ার ও ম্যানেজারকে বুধবার হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়েছে ভারতীয় হাই কমিশন। বাংলাদেশের সেনাবাহিনী তাঁদের কড়া নিরাপত্তায় চেকপোস্টে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাঁরা বিরামপুর ও ধুপচাচিয়া এলাকার একটি প্রজেক্টে কর্মরত ছিলেন। বুধবারই তাঁদের মালদহে পৌঁছে দেয় বিএসএফ।অন্যদিকে, এদিন থেকে ফের স্বাভাবিক হয় হিলি স্থল বন্দরের আমদানি ও রপ্তানি। এতদিন শুধুমাত্র কাঁচামাল বাংলাদেশে রপ্তানি হয়েছে। এদিন কাঁচামাল সহ মোট ৬৩ পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে গিয়েছে। বাংলাদেশ থেকেও ১১টি গাড়িতে পণ্য আনা হয়েছে। সীমান্ত দিয়ে যাতায়াত করেছেন ৩৮৫ জন। হিলি শুল্ক দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট রঞ্জিত বিশ্বাস বলেন, বাংলাদেশে আটকে থাকা ১৯ জন কর্মীকে দেশে ফেরানো হয়েছে। অন্যদিনের তুলনায় যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ধীরাজ অধিকারীর কথায়, আমদানি ও রপ্তানি স্বাভাবিক না হওয়ায় কয়েক কোটির ক্ষতি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)