• দেশে ফিরলেন ভুটানের রাষ্ট্রদূত
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: বুধবার বাংলাদেশ থেকে কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফিরে এলেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল সহ তিন সদস্য। ভারত হয়ে ভুটানে ফিরলেন রিনচেন। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে দুই সদস্য করমা দর্জি এবং সোনাম দর্জিও এদিন বাংলাদেশ থেকে ফেরেন। রাষ্ট্রদূতকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে যেতে এদিন সকালে চ্যাংরাবান্ধায় হাজির ছিলেন ভুটানের উচ্চপদস্থ পুলিস আধিকারিক সহ পুলিস বাহিনী। এদিন তাঁরা ইমিগ্রেশন চেকপোস্টে এলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। তবে উত্তাল বাংলাদেশ থেকে হঠাৎ করেই এভাবে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভুটানের রাষ্ট্রদূতের দেশে ফিরে যাওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।  
  • Link to this news (বর্তমান)